আমার ও ইচ্ছে করে

Image result for sad pic hd boy and girl“বেশ কয়েকজন লেখক ‘প্রেম ভালবাসাকে এত সুন্দর ভাবে উপস্থাপন করে যে, কমেন্টবক্সে শুধু ‘বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে অথবা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে’ মেনশন করে ... ব্যাপারগুলো খুব বেশি ভাল লাগে !! .
তাদের লেখাগুলো পড়ে আমি ও যে কাউকে ‘মেনশন’ করার জন্য খুঁজি না তা কিন্তু না ,আমি ও খুঁজি ... অনেক সময় খোঁজার পর ও যখন কাউকে না পাই ... তখন একটা দীর্ঘশ্বাস ফেলে কমেন্ট না করেই হোমপেজে রিফ্রেশ দেই !!
.
আমার ও ইচ্ছে করে হলুদ পাঞ্জাবি পরে নীল শাড়িপরা কোন মেয়ের সাথে পড়ন্ত বিকেলে ছবি তুলতে ... ইচ্ছে করে কোন মেয়ের হাতটি ধরে পার্কে কয়েক ঘন্টা কাটিয়ে দিতে !! .
আমার মনে ও চায়, কেউ আমাকে খুব বেশি মিস করুক ... যে কিনা প্রতিদিন ই আমার ইনবক্সে উকি দিবে ... যে সব সময় আমার খোঁজ-খবর নিবে ... ফোন দিতে দিতে আমায় অসহ্য করে তুলবে!!
.
সত্যি কথা বলতে কি, এখন আমার নিজের ই পৃথিবীর সবকিছু অসহ্য লাগে ... সবচেয়ে কাছের বন্ধুটির মুখ দেখলেও আমার বিরক্ত লাগে ... প্রিয় গানটাও আমার কাছে একঘেয়ে লাগে ... সব ধরণের কোলাহল কিংবা নীরবতা কোনটাই আমার সহ্য হয় না !! .
কেউ খুব স্বাভাবিকভাবে কোন কথা বললেও আমার অস্বাভাবিক লাগে ... কেউ প্রশ্ন করলে মনে হয় সে বুঝি আমাকে জেরা করছে ... বন্ধুর সামান্য রসিকতাও সহ্য হয় না আমার, কেমন যেন আত্মসম্মানে লাগে ... রসিকতাগুলো ও সুই এর খোঁচার মত লাগে !! .
পৃথিবীর কেউ আমাকে বুঝে না ... আমার প্রত্যেকটা কথা, আমার হাসি, কান্না, টুকরো টুকরো আবেগ অনুভূতিগুলোর অর্থ কেউ বুঝতে চায় না ... পুরো পৃথিবীর মানুষগুলো এক পাশে, আর আমি অন্য পাশে !!
..................kinggroupbd.com
.
Share on Google Plus

About jaki

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();