কাউকে সপ্ন দেখিয়ে

কাউকে সপ্ন দেখিয়ে সপ্নের মাঝপথে তাকে ছেড়ে দিও না। যদি সাহস না পাও তাহলে হাত ধরেছিলে কেন? হাতটা যখন ছাড়বে ভেবে নিও সে বড় একা হয়ে যাবে। সে অন্ধকার ছেড়ে আলোতে আসতে পাড়লেও মনের কালো দাগ মুছতে পারবে না। ছেকা নামে কিছু শকুনেরা মনকে ছিড়ে টুকরো টুকরো করতে যানে তবে সাবধান ভালো কেবল একজনকেই বাসা যায়। সেটা মনের অজান্তেই হয়ে থাকে।
http://lovestorylike.blogspot.com/
প্রেমের স্বপ্ন

সে ভালোবাসা কতটা পব্ত্রি উদারতার হয় যে ভালোবাসে সেই বোঝে কত ধানে কত চাল।প্রেমে পরলে কষ্ট পেতে হবেই কারন গোলাপ তুলতে গেলে কাটা না খেলে গোলাপ তোলার স্বার্থকতা বোঝা দায়। আমি মনিরুল। এখন অনেক শান্তিতে আছি। কিছুদিন আগে কেটেছে আমার জীবনে টর্নেডো। ভালোবেসেছিলাম আকাশের মত। পেয়েছি পিপিলিকার মত। ভালোবাসাকে জালিয়েছি কয়লার মত। দেখেছি ভোরের সুভ্রতার মত। ভেবেছি নেশার মত। ধরেছি বিজলির মত।আর তাকে বিশ্বাস করেছি দেবতার মত। আর এখন আমি আমার মত। জীবনের কতগুলো ধাপ পেরিয়ে আজ আমি ক্লান্ত। শিশিরের ভেজা আফছা ছায়ায় দেখেছিলাম চাঁদের সেই মুখ। মনে হয়েছিল উজ্জল নক্ষত্র টিপ টিপ করে জলছে চোখের সামনে। ঝর্নার ধার যেন বইছে তার মুখের হাসিটাতে। ঠোটের উপরে যে তিলাটা ছিলো চাঁদ মামা দেখে লুকিয়ে যেত লজ্জায়। নাম তার উর্মিলা।সাদা, হলুদ, নীল, লাল যেটাই গায়ে দিত একই রঙ্গের পোষাক। দেখতে তেমনই পরীর মত লাগত। ভালোতো সুন্দরীকেই বাসবো তাই মনে হয় ভালোবেসেছি। তার মুখে হাসি ছারা থাকতো না। কেনো যানি ওর কোন দুঃখ নেই বললেই চলে। হাসির মাঝে যে এত দুঃখ নিয়ে বেচে থাকতো কে যানতো। সে আমাকে যানালো তার ভালোবাসার কথা। আমাদের মাঝে প্রেম তবে বেশি মিসতো না আমার সাথে। পাগলিটা কিছুদিন বেচে থাকবে সেটা আমাকে যদি জানাতো অনন্ত কিছুটা হলেও কষ্টটা সান্তনা দিয়ে কমাতে পারতাম। ওর বারিতে আমার কথা সব বলেছে যে আমি ওকে অনেক ভালোবাসি। এত বড় সত্তি আমাকে বলেনি যদি আমি কষ্ট পাই। আর যদি আমি এটা সুনে কেটে পরি তার জন্য আমাকে বলে নি। ওর মনটা পাহাড় থেকেও অনেক বড় ছিলো। আমি টাকা চাইলে না করতো না। শুনলাম ওর ঔষুধ কেনার টাকাটা নাকি আমাকে দিয়েছিলো। সব সুনে বুঝলাম আমাকে কোনদিন ভালোই বাসেনি। যদি ভালো বাসতো তাহলে মাঝপথে আমাকে ছেড়ে কেনো চলে গেলো। আর কাওকে কোনদিন বিশ্বাস করবো না। আমার হাত ধরে কথা দিয়েছিলো কোনদিন নাকি ওকে ছেড়ে দুরে যাব না। আমি তো রাজি হয়েছিলাম। আমার আর কোন কষ্ট লাগে না কেন যানেন। কষ্টটাই নেশা হয়েছে। সুখে থাকলে পাগল হয়ে যাই। আর ওর বান্ধবিদের কেন বকা দেই কেও কোনদিন আমাকে ওর এই ব্যাপারটা আমাকে যানায় নি তাই। সব শকুনের দল। আজ ও আমাকে ছেরে ওনেক দুরে। আমি আমার মত সুখে আছি সেটা দুরে থেকে দেখে মজা নিচ্ছে স্বার্থপরের মত। তাই সবাইকে বলি কাওকে মন থেকে ভালো বাসবেন না। সবাই ছেড়ে চলে যাবে। আমি কিন্তু ওর কাছে যাবার জন্য প্রতিদিন সিঁড়ি দিয়ে সামনে যাচ্ছি।।এমন একটা যায়গায় এসেছি মনে হয় না আর ফিরতে পারবো। আমি পিছু হাটার ছেলে নই। সামনের দিকে চলছি ওকে খুজে বের করবোই। সবাই আমার জন্য দোয়া করবেন। যেনো খুব দ্রুত ওর সাথে দেখা হয়। শুধু একটা প্রশ্নই করবো ভালো যখন বেসেছিলে চোরের মত মাঝপথে ফেলে চলে এসেছো কেন? এটা তোমার কেমন ভালোবাসা? মরে গিয়ে কি তুমি আমার ভালোবাসার প্রতিদান দিতে চেয়েছিলে?
অন্য গল্পে যেতে,,https://worldnews24rj.blogspot.com/
Share on Google Plus

About jaki

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();