পাগলি...
কখন হারিয়ে ফেলবে আমাকে
নিজেও জানতে
পারবে না অনেক অপেক্ষা
করেছি তোমার জন্য
কিন্তু তোমার অবহেলা
কমেনি ভালথেকো ভয়
নাই সম্পর্কের দোহাই দিব।
না কখনো কোন
কিছুতে আর জোর ও করব না....
ইচ্ছে হলে এসএমএস দিও আর
না হলে না দিও
তবে আগের মত আর আমাকে
পাবানা এত বেস্ততার
মাজেও সবকিসু বাদ দিয়ে
তোমার কথাই ভাবতাম
তুমি আমাকে বুজলা না এই
টা তোমার দোশ না
হয়তবা আমারি বার্থতা আমি
তোমার মতো করে
তোমাকে ভালবাসতে পারি
নি....
কিন্তু এত অবহেলা করলে
তুমি অসিম ভালবাসা
হারিয়ে ফেললে বেশি খারাপ
লাগ্লে চলে যেতে পারো
আটকে রাখব না অবশ্য এখন
আমার থাকা না থাকা
তোমার কিছু জায় আসে না তবে
মনে রেখ আমার
এই চেঞ্জ এর জন্য তুমি দাই
একটা দিনে ২৪টা ঘণ্টা
তার মদ্ধে তুমি যদি আমাকে
৪ ঘণ্টাও সময় দিতে
তাহলেও আমার কোনো কষ্ট
লাগতনা আমি তো তোমার
দেয়া ৪ মিনিটেও খুশি থাকতাম
এই ৪মিনিট ও
তোমার কাসে ছিলনা একজন
ভালবাসার মানুষের
কাছে সবথেকে ভাললাগার মুহূর্ত কি জানো
হাজার দূরে থেকে হলেও তার
সাথে থাকা তাকে আগলে
রাখা আমি নিজেকে অনেক
পরিবর্তন করেছিলাম শুধু
তোমার ভালবাসার দিকে
তাকিয়ে কিন্তু সেই ভালবাশা
যে এতো তাড়াতাড়ি কমেযাবে
বুজতে পারিনি ঘণ্টার পর
ঘণ্টা এসএমএস কিংবা কল
দিতে বলিনা সুধু চাই আমাকে
একটু মনে করিও যদি সময়
পাও একটা কথা কি জানো
অবহেলার মাত্রা যখন বেড়ে
জায় তখন ভালবাসার মানুষ
টিও চিরজিবনের মতো হারিয়ে
যায়
আমিও নিজেকে হারিয়ে
ফেলেছি আর হয়ত আমাকে কোনদিন
ই পাবে না তুমি আসার আগেও
আমি একা ছিলাম আর আজ ও
তুমি আমায় একা করে চলে
গেলা ....
আর দিয়ে গেলা কিছু সৃতি
যা আমাকে কষ্ট দেয় বা দিবে
এ বেশি কিছুনা সুধু বলব
তুমিও একদিন বুঝতে পারবে
বুঝতে পারবে আমার
ভালবাসার মূল্য সে দিন আর বেশি
দূরে নয়..........ভাল
থেকো তবে জাওয়ার আগে একটা কথা বলে
যাই আমি তোমাকে যেতোটা ভালবাসতাম এত তা ভাল তোমাকে
আর কেও বাসবে না কথা তা
মিলিয়ে নিও....?
0 comments:
Post a Comment