কেন যে মন খারাপে নেমেছি
রাত তারাতে বসেছি সব
হারাতে
কেন যে ডাকোনা আর
যে পথে এগিয়েছি পা সেও
আমায় চেনেনা
আমিতো তেফিরে যেতে চাই
আমাকে ফিরিয়ে
নাও…
আমি যে কে তোমার তুমিতা
বুজনা><?
আমি চিরদিনই তোমারি তো
থাকব তোমাকেই
ভালবেসে যাব জানি তুমি
চাও না আমায়
তবুও তোমাকেই চাইব জানি
তুমি হবেনা
আমার তবুও পথ চেয়ে থাকব
কখনো ভুলেও যদি আমারি পথ
ধরে হাঁটো
দেখবে আমিও আছি তোমাকে
বুকে টেনে নিব
আমি যে কে তোমার তুমি তা
বুজনা
0 comments:
Post a Comment