কেই ভালবাসতে পারে আমার
জীবন নেও এর বেতিকক্রম না
তাকে কখনো ভুলে যেতে পারব
না আমি জানি তার কাছে কততা
ক্ষমার অযোগ্য আমি একজন
মানুষ এর শরীর থেকে খুব ছোট হলেও
যদি একটি অঙ্গের হানি হয়
সুধু সেই জানে এর নিষ্ঠুর পরিণতি ।
আমার জন্ম আশা বেপিক চাল চিত্রওআশা
বেপিক কর্মও স্বাভাবিক নয়
আমার সব অস্বাভাবিকতার
কারনে অনেক কষ্ট পেয়েছে আমার আপন জন
এরা । তার তুলনায় আমার
ভালবাশা কিংবা আমার সেই ভালবাশার মানুষ টি
আমার এই সমস্ত শরীর তাকে
কতটা বিকলঙ্ক করেছি । আমি কারও জীবনেই সুখি
হতে পারলাম না জন্মেছিই
কষ্ট পেয়ে মৃতুটা এর কতটা বেতিকক্রম হবে আমি জানিনা ।
সুখ আমার জন্য নয় আমি সুখের জন্য নই
তাই চেষ্টা করছি যতটা পারি
নিজের কাছে থেকে নিজেকে লুকিয়ে রাখতে একটি ভাংগা
আয়নায় কেও কখনো তার মুখ
দেখেনা কারন ভাংগা আয়নায় নিজের সুন্দর ছবি টাও
টুকরো টুকরো দেখা যায় এটা
কেও ব্যাবহার করেনা ।ফেলে দেয় আমি তেমনি একটা
ভাংগা আয়না পরে আছি কোন এক
ডাস্টবিনএ । এই খানে সেইসব জিনিস পরে থাকে
জার কোন প্রয়েজন নাই আমিও
সেরকম একটি অপ্রয়েজনি জিনিস আজ সবার কাছে।
0 comments:
Post a Comment