প্রতিদিন নিয়ম করে বৈধতার
দাবি নিয়ে স্ত্রীর ব্লাউজের
বোতাম খুললেই তাকে সুখ বলে না!
সুখ, শান্তি, ভালবাসা আত্মার
ব্যপার। শরীরের ঘ্রাণে উন্মাদনা,
উত্তেজনা, কামবোধ জাগ্রত হলেই
তাকে ভালোবাসা বলা যায় না।
ভালোবাসা ব্যপারটা শরীরে
থাকে না, ওটা হৃদপিণ্ডে থাকা
অনুভূতির ব্যপার।
আমি একদল পুরুষকে চিনি, যারা
নিয়ম করে স্ত্রী উপভোগ করে ঠিকই,
আবার অনিয়মের মাত্রা অতিক্রম
করে অন্য নারীর প্রতিও কামবোধ
অনুভব করে।
আমি একদল প্রেমিককেও চিনি,
যারা একটু আগে রিক্সার হুড তুলে
প্রেমিকার শরীরের ভাজে হাত
বুলিয়ে ঘরে ফিরে অন্যের
প্রেমিকার প্রতি প্রচণ্ড শারীরিক
আকর্ষণ অনুভব করে তীব্র রকমের
উত্তেজনায় ভুগতে থাকে।
আমি আরেকদল প্রেমিকাকেও
চিনি, যারা গত রাতে প্রেমিকের
বিছানায় শরীর বিনিময় করে আজ
আবার গোপনে অন্যের বিছানায়
যায়।
আমি অাধুনিক প্রেমিকা ভয় পাই,
ভীষণ ভয় পাই।
আধুনিক প্রেমিকা অাধুনিকতার নামে বিছানা
পাল্টায়।
আমার স্নিগ্ধতা ভালো লাগে।
আমার কাজল ভালো লাগে।
আমার রাতে কান্না করা
প্রেমিকা ভালো লাগে।
হাত ধরলে, সাপের মতো মোচড়াতে
মোচরাতে হাত সরিয়ে নেয়া
মায়াবতী ভাল লাগে।
এই ইট পাথরের আধুনিক শহরে শরীর
একটা ভোগ্য পণ্য মাত্র।
এই পণ্য টাকা হলেও পাওয়া যায়,
আবার টাকা ছাড়াও পাওয়া যায়।
তিন অক্ষরের কবুল শব্দটা শরীরের
বৈধতা দেয় ঠিকই কিন্তু হৃদয়ে
ভালোবাসা না থাকলে সেই
শরীরের বাইরেও শরীর আরো নতুন
নতুন শরীর চায়।
শরীর থেকে ভালোবাসা কমে যেয়ে মন স্পর্শ
করার আগে সুখী হওয়া সম্ভব না।
ভালোবাসা ব্যপারটা আমরা
বুঝতে পারি না বলেই শরীরের
ভাজে ভালোবাসা খুঁজতে খুঁজতে
আমাদের শরীর পাল্টাতে হয়।
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
';
(function() {
var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true;
dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js';
(document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq);
})();
0 comments:
Post a Comment